ওয়েব হোস্টিং কে সাধারণত শেয়ার্ড হোস্টিং বলা হয়। মানে একটি ওয়েব সার্ভার অনেক গুলো ওয়েবসাইট শেয়ার করবেন। মনে করুন আপনার একটি ঘর রয়েছে, সেখানে আপনারা ফ্যামিলির সকল সদস্যরা এক সাথে শেয়ার করে বা ভাগ করে থাকছেন।
এতে আপনার লাভ হলো আপনার ঘর ভাড়া ফ্যামিলি সবাই মিলে দিতে পারবেন। এতে আপনার টাকা কম খরচ হবে। শেয়ার্ড হোস্টিং এর ক্ষেত্রে একটি ওয়েব সার্ভারে এক সাথে অনেক গুলো ওয়েবসাইট হোস্ট করতে পারে এবং যার ফলে আপনার অনেক কম টাকা খরচ হয়।